কুলাউড়ায় বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজু

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২২ | আপডেট: ৮:৫৬:পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুলাউড়ায় গত কয়েকদিনের প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাকালুকি হাওরসহ ফানাই, গোগালী নদীতে বন্যার পানি হু হু করে বাড়ছে।
মঙ্গলবার সকালে ভূকশিমইল ইউনিয়নের, ৮নং ও ৯নং ওয়ার্ডের কোরবানপুর, নাসিরপুর, উত্তর-সাদিপুর, দক্ষিণ-সাদিপুর সহ ঘাটের বাজারে শেড-ঘরে আশ্রয়কেন্দ্রে দুপুরের খাবার বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু।

 

 

এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদী হাসান, কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, ভূকশিমইল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও স্কাউট সদস্যরা।
এছাড়াও সোমবার ব্রাহ্মণবাজার, রাউৎগাঁও, কুলাউড়া সদর ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভা এলাকায় শুকনো খাবার, ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।