কুলাউড়ায় ২ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দিচ্ছে পৌরসভা

প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২২ | আপডেট: ১০:৫১:পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মৌলভীবাজারের কুলাউড়ায় পানিবন্দি অসহায় মানুষের ঘরে ঘরে পৌরসভার পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৪ জুন) থেকে শুরু হওয়া পৌরসভার এই কার্যক্রম ২ হাজার পানিবন্দি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

 

জানা গেছে, টানা বর্ষণে কুলাউড়া পৌর এলাকার অসংখ্য বাড়িঘর প্লাবিত হয়েছে। বাড়িঘর ছেড়ে মানুষ ছুটছে আশ্রয়কেন্দ্রে। অনেকে আবার পানিবন্দি হয়ে বাড়িতে রয়েছেন।

তাদের কথা চিন্তা করে বন্যার শুরু থেকে পৌরসভার পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও শুকনো খাবার বিতরণ করা হয়।

শুক্রবার থেকে শুরু হওয়া পৌরসভার খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে- চাল, ডাল, তেল, আলু, লবন, চিড়া, সাবান ইত্যাদি।

কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ জানান, বাসায় অসুস্থ থাকার পরও পৌরসভার উদ্যোগে প্রতিনিধিদলকে দিয়ে খাদ্যসামগ্রীসহ রান্না করা
খাবার বিতরণ করা হচ্ছে।

বন্যা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মেয়র।