কুলাউড়ায় ভারতীয় শেখ নাসিরুদ্দিন পাতার বিড়িসহ ০১ জন গ্রেফতার

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২ | আপডেট: ৩:০৫:অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গত ০৪ জুন থানার এসআই মোঃ শাহ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ১০নং হাজীপুর ইউপির অন্তর্গত কাউকাপন বাজারস্থ কৃষি সেবায় হরিচক নামক দোকানের সামনে নদীর ধারের পাকা রাস্তার উপর হইতে চোরাকারবারী ময়নুল ইসলাম(৩০) নামে এক চোরাচালািনকে গ্রেফতার করা হয়েছে। মঈনুল শরীফপুর ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের রজব আলীর ছেলে। পরে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে চোরাচালানের মাধ্যমে ভারত হতে বাংলাদেশে আনয়নকৃত ২১ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরুদ্দিন পাতার বিড়ি ও বিড়ি বিক্রয়ের নগদ অর্থ ১৯,৭৩০/-টাকা, একটি মোবাইল ফোন ও চোরাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করিয়া জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ও সি আব্দুস ছালেক বলেন কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।