কুলাউড়ায় বন্যার্তদের মাঝে প্রবাসী লিটনের নগদ অর্থ সহায়তা

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২ | আপডেট: ১১:৫৩:অপরাহ্ণ, জুলাই ৫, ২০২২

কুলাউড়া উপজেলায় এবারের ভয়াবহ বন্যায় এখনও মানুষের দুর্ভোগ কমেনি। বন্যাকবলিত মানুষেরা রয়েছেন নানামূখী সমস্যায়। রয়েছে অর্থনৈতিক সংকট। আর্থিক সংকটে অনেকে নাজুক পরিস্থিতিতে দিনযাপন করছেন।

কুলাউড়ার বন্যা কবলিত এলাকায় নেই ঈদ আনন্দের ছোঁয়া। বন্যায় এসব দরিদ্র মানুষের সবকিছু উলটপালট করে দিয়েছে।

এসব দরিদ্র অসহায় মানুষের মাঝে লন্ডন প্রবাসী বজলুল মজিদ লিটনের অর্থায়নে মঙ্গলবার দুপুরে উপজেলার ভূকশিম‌ইল ইউনিয়নে ডাক্তার বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ১১৫ জন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ভূকশিমইলের ফাতেমা-বাছির পুরুষ মহিলা হাফিজিয়া মাদ্রাসায় অর্থ বিতরণ অনুষ্ঠানে সমাজসেবক সুহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এমপির সমন্বয়কারী খায়রুল আলম কয়ছর।

বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক ও গৌড়করণ নুরুল ইসলাম আলিম মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম জাহেদ, বিশিষ্ট সমাজসেবক উস্তার আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইমদাদুল হক মিলন।