কুলাউড়ার বিদায়ী ইউএনওকে পৌরসভার সংবর্ধনা

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২ | আপডেট: ১২:২০:অপরাহ্ণ, জুলাই ৮, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীকে কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) রাতে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সচিব শরদিন্দু রায়’র সঞ্চালনায় পৌর মিলনায়তনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শফি আহমদ সলমান।
বক্তব্যকালে তিনি কুলাউড়ায় কর্মকালীন সময়ে বিদায়ী ইউএনও’র কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বিদায়ী ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, কুলাউড়ায় তার দায়িত্বকালীন সময়ে সর্বমহলের সহযোগিতা পেয়ে কুলাউড়ার মানুষের সেবা প্রদানে আপ্রাণ চেষ্টা করেছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাইয়ুম চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্রো, কুলাউড়া এনসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, জাসদ সভাপতি রফিকুল ইসলাম টিপু, টিবিএফ চেয়ারম্যান মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ,কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অমলেন্দু চক্রবর্তী বিপুল, কুলাউড়া থানার এসআই এনামুল ইসলাম।

 

 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুস সালাম, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি এমএ কাইয়ুম, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।

 

সভাপতির বক্তব্যে মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বিদায়ী ইউএনও ফরহাদ চৌধুরীর কাছ থেকে পৌরসভার উন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রাখার
বিষয়ে পৌরবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ করেন।