ঈদের দিন গরুর মাংসের হাড় গলায় আটকে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২ | আপডেট: ১২:২০:অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

বিশেষ সংবাদ দাতাঃ

রাজবাড়ীতে খেতে গিয়ে কোরবানির গরুর মাংসের হাড় গলায় আটকে আলিফ হোসেন (১৪) নামে এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল রোববার রাতে পৌর শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আলিফ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম হাবিবুর রহমান।
কলেজপাড়া এলাকার বাসিন্দা বেলাল ওয়াদুদ ও সঞ্জীব কুমার দাস বলেন, আলিফরা চার বোন ও এক ভাই। রাতে কোরবানির মাংস খেতে গিয়ে আলিফের গলায় মাংসের হাড় আটকে যায়। বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করা যায়নি। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আলিফ মারা যায়।

বেলাল ওয়াদুদ ও সঞ্জীব কুমার দাস আরও বলেন, আলিফের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কাপড়ের ব্যবসা করতেন। প্রায় দেড় থেকে দুই বছর আগে স্ট্রোক করে আলিফের বাবা হাবিবুর রহমান মারা যান।

রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।