হাওরে নৌকাডুবি, মাদরাসা শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২২ | আপডেট: ১১:০৬:পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২২

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে নৌকাডুবির ঘটনায় মুফতি মাওলানা বদরুল ইসলাম (৪৪) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।তিনি উপজেলার পাটলী ইউনিয়নে চানপুর চকবিল গ্রামের বাসিন্দা এবং পাটলী দারুল ঊমূল মাদরাসার সহকারী শিক্ষক।

বুধবার সন্ধ্যারাতে রসুলগঞ্জ বাজার সংলগ্ন বিলচক হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবে ওই শিক্ষক মারা যান।

এলাকাবাসী জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে শিক্ষক মুফতি মাওলানা বদরুল আলম ও তাঁর ছোট ভাই রশিদ আহমদ নৌকা নিয়ে স্থানীয় হাওরে মাছ ধরতে যান। এসময় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে বদরুল আলম নিখোঁজ হন। পরে রাত সাড়ে ১০ টার দিকে ওই হাওরে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেন। তবে শিক্ষকের ভাই রশিদ সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন।

স্থানীয় ওয়ার্ড মেম্বার খালেদ হোসেন খালেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।