কুলাউড়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ পৃথক স্হান থেকে ২ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২ | আপডেট: ৬:৪৩:অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

 

স্টাফ রিপোর্টারঃ

 

কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে ২৩৩ পিস ইয়াবাসহ দুই নারী-পুরুষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে উপজেলার কাদিপুর ও রাউৎগাঁও ইউনিয়ন এলাকায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে দুটি পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

 

থানা সূত্রে জানা যায়, থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাউৎগাঁওয়ের কৌলাস্থ বসতঘর থেকে মাদক ব্যবসায়ী রায়না আক্তারকে (৩৫) ২০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। রায়না ওই এলাকার কয়েছ মিয়ার স্ত্রী।
অপর অভিযানে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ কাদিপুরের কৌলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. মুজিবকে (২৮) ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। মুজিব রাউৎগাঁওয়ের মো. ইদ্রিস আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

তিনি আরও জানান, সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক দিকনির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে কুলাউড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান থাকবে।