জগন্নাথপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২ | আপডেট: ২:২৯:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক, জঙ্গী-সন্ত্রাস, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী নির্যাতনসহ আইন শৃঙ্খলা রক্ষার্থে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে জগন্নাথপুর থানার আয়োজনে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (শান্তিগঞ্জ-জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর।

তিনি বলেন, ইতোমধ্যে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিট পুলিশিং কার্যক্রম। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

রানীগঞ্জ বিট কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।