জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমবারের মতো সিজারে সন্তান প্রসব

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২ | আপডেট: ১১:১২:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২২
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের মাধ্যমে এক কন্যা সন্তান প্রসব হয়েছে। প্রথম বারের মতো গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সিজার অপারেশন করা হয়। এলাকাবাসী ওজগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়।

 

২০০৫ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শযাা থেকে ৫১ শয্যায় উন্নীত হয়। এরপর বিভিন্ন সময় নানা উদ্যাগ নিলেও সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়নি। ৪ মাস আগে একজন গাইনি কনসালটেন্ট হাসপাতালে নিযোগ পাওয়ায় সিজারিয়ান অপারেশনের সুযোগ তৈরি হয়।

উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মতিউর রহমান ও ফাতেমা খাতুন দম্পতি সিজারের মাধ্যমে প্রথমবারের মতো কন্যা সন্তানের জন্ম দেয়। বৃহস্পতিবার দুপুরে তিনটায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ডাক্তার হাসিনা চৌধুরী নেতৃত্বে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের কন্যা সন্তান হয়। নবজাতক ও তাঁর মা সুস্থ রয়েছেন।

 

 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বলেন, প্রথমবার সিজারের মাধ্যমে সন্তান প্রসব হয়েছে। মা ও নবজাতক সুস্থ রয়েছে। এখন থেকে গর্ভবতি মায়েরা প্রয়োজনে নিয়মিত সিজার করতে পারবেন। নবজাতক সন্তান ও তাঁর পরিবার কে অভিনন্দন জানাতে হাসপাতালে ছুটে যান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ