জগন্নাথপুরে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২২ | আপডেট: ১২:২৮:পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২২

 

জগন্নাথপুর প্রতিনিধি::
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি.বিদ্যুৎ সংকট. দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিএনপির নেতাদের হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

বিকেল তিনটার দিকে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা

বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রেজাউল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, আওলাদ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র বিএনপির সহসভাপতি আব্দুল মুকিত, সহসভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, রফিকুল ইসলাম. জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বাকী বিল্লাহ, কৃষক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রমজানুল হক পাপন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম. উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা ছাত্রদলের আহবান মামুনুর রশীদ প্রমুখ॥

সমাবেশে বক্তার বলেন, অগনন্ত্রানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে বর্তমান সরকার সরকারী অর্থ লুটপাট করে দেশকে তলাবিহীন করেছে॥ আজ দেশের মানুষ ভালো নেই॥ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে॥ এরমধ্যে নজীরবিহীন বিদুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ জনগন॥ দেশের মানুষ তাঁদের ন্যায্য অধিকার নিয়ে কথা বললে. গুলি করে মেরে ফেলা হচ্ছে প্রতিবাদী মানুষজনকে॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শ্বার্ত মুক্তি দাবী এবং তারেক জিয়াসহ বিএনপির নিরপরাধ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সাজানো মিথ্যা মামলাগুলি প্রত্যাহারের দাবী করে বক্তারা বলেন, অত্যাচারি জুলুমবাজ এই সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে.আর কোন নীলনকশার নির্বাচন করতে দেয়া হবে না হুঁশিয়ারি উচ্চারন করেন নেতৃবৃন্দ॥