সুনামগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২ | আপডেট: ১১:৫৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২২

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ করেছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির পুরাতন বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ের সামন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাবেক সংসদ নজির হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, অ্যাডভোকেট মল্লিক মহিউদ্দিন সুহেল, সৈয়দ মো.তিতুমীর, আব্দুল মোতালেব খান, অ্যাডভোকেট মাসুক আলম, আ ত ম মিসবাহ, অ্যাডভোকেট শেরনুর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, শামসুল হক নমু, আনসার উদ্দিন, আবুল মনসুর শওকত, আনিসুল হক।

 

আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, নাসির উদ্দিন লালা, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, মুনাজ্জির হোসেন সুজন, মামুনুর রশিদ শান্ত, জুনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, সেচ্ছাসেবক দলের সভাপতি শামুসুজ্জামান, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল মতিন, মৎস্যজীবী দলের আহবায়ক বাহারুল ফেরদৌস, সদস্য সচিন হারুনুর রশিদ, কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদত প্রমুখ।

 

সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী স্থানীয় ট্রাফিক পয়েন্টে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।