জগন্নাথপুরে মোয়াজ্জিনকে মারধর, অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২২

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাপুরে আব্দুল কবির খাঁন (৫৭) নামের এক মোয়াজ্জিনকে মারধরের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত রমজান আলী (৩৩) উপজেলার সাতা গ্রামের সুন্দর আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাশ জামে মসজিদের মোয়াজ্জিন আব্দুল কবির খাঁনের কক্ষে ডুকে রমজান আলী টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে মারধর করে। এসময় মোয়াজ্জিনের চিৎকারে স্থানীয়রা এসে রমজান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আম্বিয়া বেগম বলেন, রমজান আলী এলাকায় কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়ে ছিল। সে মোয়াজ্জিনের কাছ থেকে টাকা ছিনতাইয়ের জন্য মারধর করে।

এ ব্যাপরে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই মোয়াজ্জিন বাদী হয়ে মামলা করেছেন। আসামীকে রবিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।