কুলাউড়ায় ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২ | আপডেট: ১২:০১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

কুলাউড়ায় ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসির অনিয়ম ও সেবার মানোন্নয়নে তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় মৌলভীবাজার জেলা ভোক্তার সহকারী পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পৌর শহরের উছলাপাড়ায় অবস্থিত ইউনি এইড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ফ্রিজের মধ্যে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট-ওষুধ পাওয়া যাওয়ায় ও সেবার মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্সের সদস্যরা তাকে সহযোগিতা করেন।