কুলাউড়ায় শিক্ষক দিবস উদযাপন

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২ | আপডেট: ৮:৪৮:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২

শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই স্লোগানে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রথমবারের মতো সরকার ঘোষিত শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবস উপলক্ষে উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির আহবায়ক কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় পৌর শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

 

তিনি প্রথমবারের মতো সরকারিভাবে শিক্ষক দিবস ঘোষণা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষক দিবসের মাধ্যমে আগামীতে শিক্ষকদের জীবন-মান উন্নয়নের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র ও ভাটেরা কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
এ সময় কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, এম এ গণি কলেজের অধ্যক্ষ শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির ও সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, উপজেলা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

 

সমাবেশের পূর্বে উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।