জগন্নাথপুরে নৌকার প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২২ | আপডেট: ১১:০৬:পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ন পরিবেশে গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। তবে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি নিতান্তই কম ছিল।

এনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আকমল হোসেন নৌকা প্রতীকে ২৩ হাজার ৮শ’ ১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী সৈয়দ তালহা আলম খেজুর গাছে ভোট পান ২০ হাজার ৮১ এবং স্বতন্ত্র প্রার্থী মুক্তাদীর আহমদ আনারস প্রতীকে ভোট পান ১৪ হাজার ১৬, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মোটরসাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ১০ হাজার ৭শ. ৭৯ এবং স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন ঘোড়া প্রতীকে ১ হাজার ১শ’ ৯৫।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন মাইক প্রতীকে ২১ হাজার,৯শ’ ২৮ ভোট বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র তালা প্রতিকে ভোট পেয়েছেন ১৯ হাজার ২শ’ ৫৫। এছাড়া সৈয়দ তুহেল আহমদ টিউবওয়েল প্রতিকে ভোট পান ১৩ হাজার ৬শ; ৩৬ এবং সালেহ আহমদ চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৯শ’ ৫৩, আব্দুল মতিন লাকি টিয়া প্রতীকে ৫ হাজার ১শ’ ৩৯।
সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে সুফিয়া খানম সাথী ফুটবল প্রতীকে ২৮ হাজার ৮শ’ ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রিনা বেগম কলস প্রতীকে ভোট পান ২৬ হাজার, ৪শ” ৬৯ এবং সেলিনা বেগম হাঁস প্রতীকে ভোট পান ১৪ হাজার ৫শ’ ৩০।

রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনী ফলাফল কক্ষ থেকে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভূঁইয়া ফলাফল ঘোষনা করেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শুকুর মোহাম্মদ ভুঁইয়া জানান, বেসরকারীভাবে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছে।