কাপড়ের রং দিয়ে খেজুর গুড়, দুই লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২ | আপডেট: ৭:৪৭:অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

কাপড়ের রং খেজুরের গুড় তৈরী করে অবাধে দেদারছে বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের নিকট। এমন অভিযোগে আজ রোববার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ওই বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পৌরশহরের জগন্নাথপুর বাজারে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শহরের হাবিব ভেরাইটিজ স্টোরের কারখানায় তল্লাশিকালে কাপড়ের রং দিয়ে খেজুর গুড় তৈরির অনুসন্ধান পাওয়া যায়। এ অপরাধে কারখানার মালিক শরিফকে দুই লাখ জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় বাজারের একটি মুদি দোকানিকে ২ হাজার টাকা জরিমান করা হয়েছে।
এসময় জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়াসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ইন্ডাস্ট্রিয়াল কালার অর্থাৎ কাপড়ের রং ব্যবহার করে খেজুর গুড় তৈরির অপরাধে জরিমানা করা হয়েছে এবং তৈরিকৃত গুড় নদীতে ফেলে বিনষ্ট করা হয়।