কুলাউড়ায় বঙ্গবন্ধু উদ্যানে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২ | আপডেট: ৯:০১:অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, উপজেলা সমবায় কর্মকর্তা সোনামোহন বিশ্বাস, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মইনুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাকটর মো. মুহিব উল্ল্যাহ, আইসিটি প্রোগ্রামার সেলিম আহমদ, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতি. দা.) আবুল বাসার, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, মোছাদ্দিক আহমদ নোমান ও আকবর আলী সোহাগ, বিএইচ স্কুলের প্রধান শিক্ষক ড. আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।

সভায় আগামী বুধবার (৯ নভেম্বর) পৌর শহরস্থ বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ সফল করার লক্ষে সভায় অংশগ্রহণকারীরা মতামত ব্যক্ত করেন।
সভায় ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার মেলায় সরকারি বিভিন্ন বিভাগীয় ও এনজিও সংস্থাকে নতুন উদ্ভাবনী বিষয় নিয়ে অংশগ্রহণের পরামর্শ প্রদান করেন।
এ ছাড়া অংশগ্রহণকারী ব্যক্তি প্রতিষ্টান, শিক্ষার্থীসহ যে কেউ নতুন ভাবে কোন বিষযের উপর উদ্ভাব,নী প্রদর্শনে প্রতিযোগিতায অংশ গ্রহন করতে পারবে এবং
স্টলের মধ্যে যাদের উদ্ভাবনী শ্রেষ্ঠ হবে তাদের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরস্কার দেয়া হবে এবং
বলে জানান ইউএনও।