জামায়াতের আমীরের ছেলে সিলেট থেকে গ্রেপ্তার

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২ | আপডেট: ১২:১১:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

জঙ্গিবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে সিলেট থেকে ডা. রাফাত সাদিক সাফিউল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বা সিটিটিসি।

তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশের বর্তমান আমির ডা. শফিকুর রহমানের ছেলে।

বুধবার (৯ নভেম্বর) সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সিটিটিসি সূত্র।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ চৌধুরী বলেন, ‘রাফাত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক। তার বিরুদ্ধে একাধিক তরুণকে ব্রেনওয়াশ করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১ নভেম্বর রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি। ওই তিন জঙ্গি রাফাতের মাধ্যমেই আনসার আল ইসলামে জড়িয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এরসূত্র ধরে রাফাতকে গ্রেপ্তার করা হয়।