জগন্নাথপুরে হাওর বেড়িবাঁধ তদারক কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২ | আপডেট: ১২:০৫:অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার ও তদারক কমিটির ২০২২-২৩ অর্থ বছরের হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম।

সভায় আজ বুধবারের মধ্যে পিআইসি কমিটি জমা প্রদান। প্রত্যেক কমিটিতে ৭ জন করে সদস্য। আগামী ৪ ডিসেম্বর উপজেলার ৫টি ইউনিয়নে গণশুনানী। ঝুঁকিপূর্ণ স্থানে শুরু থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা এবং নীতিমালা অনুযায়ী আগামী ১৫ ডিসেম্বর মধ্যে বেড়িবাঁধের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।