জগন্নাথপুরে ধান কাটার মেশিনের চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২ | আপডেট: ১২:০৮:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২২
জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরে ধান কাটার মেশিনের (কম্বাইন হারভেস্টার) চাপায় জুনাইদ মিয়া (১০) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সুবিদপুর গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটে।
জুনাইদ ইছগাঁও গ্রামের জুনু মিয়ার ছেলে এবং সুবিধপুর নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় সুবিধপুর গ্রামের হাওরে কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় ওই মাদ্রাসা ছাত্র ধান কাটা দেখতে যায়। এসময় কম্বাইন হারভেস্টার পিছনে দিকে ঘুরাতে গেলে মেশিনের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাঁকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ওই ছাত্রকে মৃত ঘোষনা করেন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।