জগন্নাথপুরে পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩ | আপডেট: ৭:২৪:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩

জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার খাশিলা গ্রামের জসিম উদ্দিনের মালিকানা মাছের খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করছিল একই গ্রামের আলকাছ মিয়ার ছেলে জুয়েল মিয়া(২৫)। প্রতিদিনের মতো সকালে কাজে গিয়ে কুল বাগানে পানি দিতে গিয়ে পানির মটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
ইউপি সদস্য মোঃ জসীম উদ্দিন মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে জুয়েল আমার ফিসারীতে কাজ করে আসছিল। বৈদ্যুতিক পানির মটর চালাতে গিয়ে অসাবধানতাবসত বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পদক্ষেপ চলছে।