পাসের হারে সিলেট শিক্ষা বোর্ডে সুনামগঞ্জ দ্বিতীয়

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩ | আপডেট: ১২:২৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩
সুনামগঞ্জ ব্যুরো প্রধান :

এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা দ্বিতীয় স্থান অর্জন করেছে। বুধবার (৮ ফেব্রæয়ারি) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলের মাধ্যমে এই ফলাফল ঘোষণায় এ তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ড সচিব অধ্যাপক মো. কবির আহমদ। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পালসহ শিক্ষা বোর্ডের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলাভিত্তিক ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, সবচেয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৮৬.৪৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৯ জন। পাসের হার ৮২.৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন। পাসের হারে সুনামগঞ্জ জেলা দ্বিতীয় স্থানে রয়েছে। হবিগঞ্জ জেলায় পাসের হার ৮২.২৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৬৩৪ জন। মৌলভীবাজার জেলায় পাসের হার ৭৪.৯১ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৭৭৯ জন। সুনামগঞ্জ জেলায় পাসের হার ৮২.৮৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন।

সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম জানান, এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৭৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭১১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮৪ জন, মানবিক বিভাগে ৬৮ ও বানিজ্য বিভাগে পেয়েছে ৬ জন। এ করেছে পাসের হার ৯৫.৩১ শতাংশ।

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূর মোহাম্মদ জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ৫৯২ জন অংশ নিয়ে পাস করেছে ৪৯২ জন। যার পাসের হার ৮৩.১১ শতাংশ। জিপিএ-৫ পয়েছে ১৫ জন।

সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ জানান, এবার এ কলেজ থেকে ৩৯৭ পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৪৫ জন। যা পাসের হার ৬২. ৯৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ জন। তিনি আরও জানান, কলেজটির অবকাঠামো সমস্যার কারণে ক্লাস নিতে সমস্যা হয়েছিল। এবার কলেজের নতুন ভবন হয়েছে। আগামীতে এ কলেজটি ভাল ফলাফল করবে বলে প্রত্যাশা তাঁর।

এদিকে, সদর উপজেলার প্রত্যন্ত এলাকার কলেজ হচ্ছে ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ। এবার কলেজটি থেকে ১৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২১ জন। যা পাসের হার ৬২.৭৩ শতাংশ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।