কুলাউড়ায় টিকার সনদ ছাড়া রেস্তোরাঁয় : ১৯ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২ | আপডেট: ৭:৪৭:অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২

স্টাফ রিপোটারঃ

“ওমিক্রনের বিস্তার রোধে কোভিড ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত থাকতে নিজে মাস্ক পরি অন্যকেও সচেতন করি”
কুলাউড়া উপজেলায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজারের নির্দেশে ও ইউএনও, কুলাউড়া এটি এম ফরহাদ চৌধুরীর তত্ত্বাধানে সরকারি বিধিনিষেধ প্রতিপালনে মাস্ক না পরা ও রেস্টুরেন্টে টিকা সনদ যাচাই ছাড়া খাবার পরিবেশন ও গ্রহন করায় গ্রাহক ও মালিককে ০৯ টি মামলায় এবং ড্রাগ আইন ১৯৪০ এ ০৩ টি মামলায় মোট ১৯৯০০ টাকা অর্থ দন্ড প্রদান করা । একই সাথে ০৬ জন ব্যক্তিকে মাস্ক না থাকায় তাদের কে মাস্ক ক্রয় করে অন্যদের মাস্ক পরার ব্যপারে সচেতনতা কার্যক্রমে সংযুক্ত করা হয়।

সরকারি বিধিনিষেধ  বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে কুলাউড়া শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন ড্রাগ সুপার সিরাজুম মনিরা। সহকারী কমিশনার (ভূমি) স্বজল মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণকে সরকারি নির্দেশনা মানাতে এ অভিযান আগামীতে আরও কঠোর হবে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে কুলাউড়া থানা পুলিশের একটি দল।

 

                                                                                                                  বিজ্ঞাপন