বিশ্বনাথের সিংগেরকাছে মশারী বিতরণ

প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৩ | আপডেট: ১১:১৪:অপরাহ্ণ, মে ১০, ২০২৩

সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ বাজারে প্রতিবন্ধী ও দরিদ্রদের মধ্যে মশারী বিতরণ করেছে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে।

বুধবার (১০ মে) দুপুরে সিংগেরকাছ বাজারে মানবতার ঘর নামের সংগঠনের কার্যালয়ে সংগঠনটির কর্মীদের সহযোগিতায় এ মশারী বিতরণ করা হয়।

মানবতার ঘর-এর সিনিয়র সদস্য মহিন আহমদ নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মশারী বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এÐ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ও বাংলা কাগজ গ্রুপের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার খছরু মোহাম্মদ খান।

মানবতার ঘর-এর সদস্য ফাহিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলা কাগজ গ্রæপের উপদেষ্ট শাহ আখাতার হোসেন টুটুল, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি ও সিলেট পৌর সভার প্রাক্তন কাউন্সিলর আব্দুস সামাদ নজরুল, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব, মানবতার ঘর-এর উপদেষ্টা সুলতান খান, নিজাম উদ্দিন, লামাটুকের বাজার সোনালী অতীত স্প্রোটিং ক্লাবের উপদেষ্টা ইউপি সদস্য মো. আব্দুস শহীদ, বাংলা কাজগ-এর জগন্নাথপুর প্রতিনিধি আলী আহমদ, মানবতার ঘর-এর ইকবাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ও দরিদ্রদের মধ্যে মশারী বিতরণ করেন অতিথিবৃন্দ।

এরপর খছরু মোহাম্মদ খানের নিজস্ব অর্থায়নে মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজী আজমান আলী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এণ্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।