কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মধ্যখানে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ২০, ২০২৩ | আপডেট: ১২:২৯:অপরাহ্ণ, মে ২০, ২০২৩

বাংলা কাগজ ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঝড়-তোফানে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম থেকে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ ২০ মে শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সীমানায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের পরিচালক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে লাউয়াছড়া পাহাড়ি এলাকা অতিক্রমকালে উদয়ন এক্সপ্রেসটি ঝড়ের কবলে পড়ে। এ সময় চলন্ত ইঞ্জিনের সামনে একটি বিশাল আকৃতির গাছ পড়ায় ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।

খবর পেয়ে সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। তারা যাত্রীদের উদ্ধার করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে স্টেশনে পাঠিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান পরিচালক ওমর ফারুক।