চুনারুঘাটে বাল্লা স্থলবন্দরের শেষ পর্যায়ে কাজ পরিদর্শনে পরিচালক

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ২১, ২০২৩ | আপডেট: ১০:০০:অপরাহ্ণ, মে ২১, ২০২৩


এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট, হবিগঞ্জ :


হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বাল্লা স্থলবন্দর উন্নয়ন প্রায় কাজের শেষ মুহুর্তে পরিদর্শনে পরিচালক আমিনুল ইসলাম।
রবিবার (২১শে মে)সকালে বাল্লা স্হল বন্দর পরিদর্শন আসেন বাংলাদেশ স্হল বন্দর কর্তীপক্ষ আগারগাঁও ঢাকার বাল্লা  প্রকল্প চেয়ারম্যান আমিনুল ইসলাম।এসময় কর্তৃপক্ষের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জালাল উদ্দীন খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ২৩ তম স্থলবন্দর হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের কেদারাকোট এলাকায়।শেষ পর্যায়ে বাল্লা স্থলবন্দরের আধুনিকায়নের কাজ পরিদর্শন করেন পরিচালক আমিনুল ইসলাম।
এ সময় তিনি বলেন, বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের কাজে নানা ধরনের বাধা-বিপত্তিকে অতিক্রম করে গুণগতমান নিশ্চিত করেই ঠিকাদারকে কাজ করে যাচ্ছে।শিঘ্রই আলোর মুখ দেখবেন এলাকাবাসী।
উল্লেখ্য,বাল্লা স্থলবন্দর দেশের ২৩তম স্থলবন্দর। ২০১৬ সালে সাবেক নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান এ বন্দরের ঘোষণা করেন। উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোর্ট এলাকায় প্রায় ১৩ একর জমির উপর এ বন্দরের জমি অধিগ্রহণ শেষে অবকাঠামো তৈরির কাজ প্রায় শেষের দিকে।সুবিধা ভোগ করবেন শিঘ্রই জেলাবাসী।