জগন্নাথপুরে চুল কাটা নিয়ে দুই কিশোরের ঝগড়া কে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩ | আপডেট: ৮:০৮:অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৩

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে চুল কাটার বিষয় নিয়ে দুই কিশোরের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর নয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, পৌরসভার নয়াহাটি এলাকার আকমল হোসেন (৩৪), মতিউর রহমান (২১), জয়নাল (১৮), আলী হোসেন (৪০) আকাবুর মিয়া (২০), অপর পক্ষের বাড়ি জগন্নাথপুর এলাকার নছির আলী (৩৪), কদ্রিছ আলী (৬৫), রশিদ আলী (৩৫), সাজিদ আলী (৩৫), সাবিরা বেগম (৪৫)।
এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকমল হোসনে ও নছির আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ দিন আগে নয়াহাটি এলাকার আকমলের ভাই জয়নালের সঙ্গে চুল কাটা নিয়ে বাড়ি জগন্নাথপুর এলাকার নছির আলীর ভাতিজা জাহিদের ঝগড়া হয়। পরে আবার ওই বিষয়কে কেন্দ্র করে গত বুধবার জাহিদের ভাই ও জয়নালের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শারমিন আরা আশা বলেন, সংঘর্ষ আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আকমল হোসনে ও নছির আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে উভয় পক্ষের আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রজমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।