
বা:কা ডেস্ক: ইসলামি সংগঠনের সাথে কাজ করতে হলে প্রথমে নিজের জীবনে ইসলামকে প্রধান্য দিতে হবে””
১৪ই জুলাই ২০২৫ খেলাফত মজলিস বার্মিংহাম শাখার দরছে কোরআন ও নির্বাচন অনুষ্টানে খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের সভাপতি প্রধান অতিথি মুফতি তাজুল ইসলাম সাহেব উপরোক্ত নছিহত পেশ করেন! আষ্টনের দারুসুন্নাহ মসজিদের হলরুমে হাফিজ মাওলানা আহমদ হুসাইনের সঞ্চালনায়, বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ক্বারি আব্দুর রহমান বাহার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি যথাক্রমে আব্দুল মালেক পারভেজ, সহ সভাপতি এনামুর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন,সহ সভাপতি কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির ।
বিপুল সংখ্যক নেতা কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত দুই পর্বের সমাবেশের প্রথম পর্বে ছিলো দরছে কোরআন, বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ মহোদয়গণের রিপোর্ট পেশ ও কমিটির বিলুপ্ত ঘোষণা।
দরছে কোরআন পেশ করেন মাওলানা মাওলানা এনামুল হাসান ছাবির।
দ্বিতীয় পর্বে ছিলো নির্বাচন ও অতিথিদের বক্তব্য।
নির্বাচন পরিচালনা করেন সর্বজনাব মুফতি তাজুল ইসলাম ও মাওলানা এনামুল হাসান ছাবির
বিপুল সংখ্যক নেতা কর্মীদের কন্ট ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত হন সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব
সেক্রেটারি মাওলানা হাফেজ আহমদ হুসাইন। নব নিযুক্ত
বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল।
৪৫ সদস্য বিশিষ্ট কমিটির শুরা অধিবেশনে অন্যান্য নিবাচিত দায়িত্বশীল গণ হলেন:
সহ সভাপতি- মাওলানা ক্বারী মুহাম্মদ মুনির।
সহ সভাপতি-আলহাজ্ব আব্দুল ওয়াদুদ
সহ সভাপতি- হাফিজ মাওলানা শাহেদ আহমদ
সহ সভাপতি- হাফিজ আনোয়ারুল হক
সহ সভাপতি- মাওলানা নজরুল ইসলাম
সহ সভাপতি- মইনুদ্দিন মুহাম্মদ ইকবাল
সহ সভাপতি- মাওলানা কাওসার আহমদ
সহ সভাপতি- আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আলী।
সহকারী সেক্রেটারি- মাওলানা আসাদুজ্জামান
সাংগঠনিক সম্পাদক- মাওলানা আব্দুশ শাকুর
যুব বিষয়ক সম্পাদক- হাফিজ মাওলানা শাফিউল ইসলাম
প্রকাশনা সম্পাদক- শাহেদ আহমদ
ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক- বুরহান উদ্দিন
অফিস সম্পাদক- আলহাজ আব্দুশ শহিদ
নির্বাহী সদস্য গণ হলেন: হাফেজ মাওলানা কয়েছ আহমদ, মুহাম্মদ ছালিকুর রহমান,ক্বারী আব্দুল খালিক মুশতাক, সাদেক আহমেদ লস্কর, আলহাজ্ব তারেক রেজা চৌধুরী, আলহাজ্ব হান্নান উল্ল্যাহ, হাফিজ মাওলানা মনজুর আহমেদ, মুহসিন আহমেদ চৌধুরী, আব্দুর রহমান বাহার, আব্দুল মুসাব্বির, ফারুক মিয়া, মুহাম্মদ সাইফুল্লাহ , আলতাফুর রহমান, শাহ আলী আমজদ, আবিদুর রহমান, আলহাজ্ব রুস্তম আলী, আলহাজ্ব রজব আলী, আলহাজ্ব আব্দুল হক, হাফিজ ইকবাল আহমদ, কামরান আহমদ তালুকদার, আলহাজ্ব সাঈদ আলী, আলহাজ্ব আইয়ূব মিয়া, আলহাজ্ব আব্দুস সোবহান, আলহাজ্ব খলিলুর রহমান, মইনুল ইসলাম, মাখন মিয়া, আলহাজ্ব সিরাজুল ইসলাম, আলহাজ্ব মঈন উদ্দিন ও মুহাম্মদ নুর উদ্দিন। প্রমুখ। যাদেরকে নিয়ে ২০২৫ – ২০২৬ সালের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় ।
নির্বাচন পরবর্তি বক্তব্য রাখেন যথাক্রমে কবি মোহাম্মদ মুফিদুল মাহতাব, মাওলানা আব্দুল মতিন, এনামুর রহমান, আব্দুল মালেক পারভেজ, মাওলানা এনামুল হাসান ছাবির ও প্রধান অথিতি মুফতি তাজুল ইসলাম।
প্রধান অতিথি মুফতি তাজুল ইসলাম নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ও ইসলামি সংগঠনের সাথে কাজ করতে হলে প্রথমে নিজের জীবনে ইসলামকে প্রাধান্য দিতে হবে বলে তিনির বক্তব্যে উল্লেখ করেন ।
পরিশেষে গজল পেশ করেন মাওলানা আব্দুল মতিন ও নিজের লেখা কবিতা আবৃতি করেন কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব।
মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন নব নির্বাচিত সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব।