লন্ডনে বসবাসরত প্রাক্তন ইতালির পালেরমো প্রবাসীদের নিয়ে গঠিত পালেরমো সৌলস ইনাইটেড এর উদ্যোগে মিলনমেলা ও ডিনার পার্টি অনুষ্ঠিত

ইতালি প্রতিনিধি:
দীর্ঘদিন বসবাস করেছেন ইতালির পালেরমো শহরে। অনেক স্মৃতি আর সুন্দর সময় অতিবাহিত করে আজ পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন লন্ডনে। একেকজন একেক শহরে। কর্মময় জীবনে অনেকের সাথে দেখা হয় না। কারো কারো মোবাইলে যোগাযেগ হলেও পুরোনো কথাগুলো জমে থাকে মনের কৌটায়। লন্ডনে বসবাসরত প্রাক্তন পালেরমো প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন পালেরমো সৌলস ইউনাইটেড এর উদ্যোগে গত সোমবার অনুষ্ঠিত হলো মিলনমেলা ও ডিনার পার্টি। হৃদ্যতা ও বন্ধুত্বের বন্ধনে আয়োজিত এই মিলনমেলায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসী বাংলাদেশি বন্ধুবান্ধব ও পরিচিতজনেরা।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিবেশন করেন মহিবুর রহমান সাজু । পুরো অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন জাহাঙ্গীর কবির ডাবলু এবং ইমরান আহমেদ।
এরপর অর্গানাইজ কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়, যারা হলেন লিয়াকত, ইয়াহর মিয়া, হাফিজ, শওকত, স্বপন, রঞ্জু, ইমরান, রানা, কামাল, সুয়েব, অমল, জুবের, মুন্না, আজাদ, মইন, সুহেল এবং ডাবলু এবং সংক্ষিপ্ত সৌজন্য বক্তব্য প্রদান করেন কমিটির পক্ষে শামসুদ্দিন খান রঞ্জু ও শওকত আহমেদ।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ পর্ব ছিল স্মৃতিচারণ, যেখানে অংশগ্রহণকারীদের ২ মিনিট করে তাঁদের পালেরমো সময়ের স্মৃতি তুলে ধরার সুযোগ দেওয়া হয়। আবেগঘন এই পর্বে স্মৃতিচারণ করেন: গোলাম রহমান মোটুক, মহিবুর রহমান সাজু, আজাদ আহমেদ, সুজাউর রহমান, মুন্না, আজাদ, রাজন, জুবের, স্বপন, খাইরুল, কামাল আহমেদ, ইয়াওর মিয়া, ফারুক মিয়া, হাফিজ আহমেদ, শহীদ চৌধুরী ও নুরুল হক।
পরবর্তীতে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল, যা পরিচালনা করেন গোলাম রহমান মোটুক।ডিনার পর্বে ছিল সুস্বাদু বাঙালি খাবারের বাহার, যা উপভোগ করেন সকল অতিথি।অনুষ্ঠানের শেষ পর্যায়ে চা-আড্ডা ও আন্তরিক আলাপচারিতার মাধ্যমে এই মিলনমেলা সম্পন্ন হয় ।
আয়োজক কমিটি জানায়, এই ধরণের অনুষ্ঠান ভবিষ্যতেও অব্যাহত থাকবে আরও বৃহৎ পরিসরে, যাতে আরও বেশি বন্ধুবান্ধব অংশগ্রহণ করতে পারেন।