
আহমেদ কাবির : যুক্তরাজ্য সফররত সিলেট – ২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান এর সম্মানে বার্মিহামে এক মতবিনিময় ও সুধী সামবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামে বসবাসরত বিপুল সংখ্যাক বিশ্বনাথ ও ওসমানীনগর প্রবাসীসহ স্থানীয় জামায়াতে ইসলামির নেতাকর্মীদের উপস্থিতিতে বার্মিংহাম নাগরিক ফোরামের উদ্যোগে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই মতবিনিময় ও সুধী সামবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দিয়ে অধ্যাপক আব্দুল হান্নান তার সমর্থনে দেশ ও প্রবাসে অভ‚তপুর্ব সাড়া পাচ্ছেন উল্লেখ করে বলেন তিনি মনে করেন এলাকাবাসী নির্বাচনে বিজয়ী করার মাধ্যমে তাঁেক সংসদে পাঠাবে। সাম্প্রদায়িক সম্পৃতির বিষয়ে স্থানীয় গণমাধ্যকর্মীর এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামির এই প্রার্থী বলেন,ইসলাম সবচেয়ে বেশী অসাম্প্রদায়িক। উক্ত মতবিনিময় ও সুধী সমাবেশে সিরাজ আলীর সভাপতিত্বে,মোহাম্মদ ইমরান আলী ও মোহাম্মদ শামিম আহমেদের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জালাল উদ্দিন। হাফিজ আফরুজ্জামানানের কোরান তেলাওয়াতের পর অধ্যাপক আব্দুল হান্নান ছাাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ জমিরুল ইসলাম বাবু,মৌলানা এটি এম মোকাররাম হাসান,শোয়েব আহমেদ চৌধুরী,কলিম উল্লাহ বকুল,মৌলানা মাহবুবুল হক,কাজী নাজমুল ইসলাম,আজির উদ্দিন আবদাল,আব্দুল আলিম,মৌলানা শামসুজ্জামান,আব্দুল ওয়াদুধ,শরীফ উদ্দিন,আশরাফ আলীসহ অন্যান্যরা। এসময় তারা যোগ্য সৎ এবং বিনয়ী হিসেবে অধ্যাপক আব্দুল হান্নানকে সমর্থন করার জন্য সকলের প্রতি আহবান জানান। উল্লেখ্য বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে প্রবাসী অধ্যুষিত আসনগুলোর সম্ভাব্য প্রার্থীরা দেশের বাইরে প্রবাসেও নানাভাবে প্রচার প্রচারনা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এক সপ্তাহের মধ্যেই শুধু বার্মিংহামে সিলেট – ৩ এর সম্ভাব্য প্রার্থি বিষয়ে তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
https://www.facebook.com/beontelevision/videos/1416365486530318