
আহমেদ কাবির : শ্রদ্ধা ভালোবাসা আর অকৃত্রিম আন্তরিকতায় লন্ডনের প্রবাসীরা স্মরণ করলো বৃহত্তর সিলেটসহ বাংলাদেশের অভ‚তপুর্ব উন্নয়নের রুপকার বাংলাদেশের সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানকে। মরহুমের ষোলোতম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এম সাইফুর রহমান স্মুতি পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে গত ৯ সেপ্টেম্বর লন্ডনের এক বানকুয়েটিং হলে দোয়া মাহফিল ও স্মরণ সভা এবং প্রামান্য চিত্র প্রদর্শনের মাধ্যমে স্মরণ করা হয় বর্ণাঢ্য জীবনের অধিকারী সফল এই কৃতিমান পুরুষকে। লন্ডন ছাড়া ও বার্মিংহাম, লুটন, ম্যানচেষ্টার, কার্ডিফ, ওল্ডহাম, শেফিল্ড,সোয়ানসী,স্কটল্যান্ড,অয়ারল্যান্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা কমিউনিটির নানা শীর্ষজনের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় বাংলাদেশ থেকে এসে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রধান পৃষ্টপোষক ও মরহুম এম সাইফুর রহমানের পুত্র সাবেক এমপি এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান। এসময় তিনি বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানকে একজন সংস্কারক ও দেশপ্রেমিক হিসেবে আখ্যা দিয়ে বলেন, তাঁর দূরদর্শিতা,নিষ্ঠা ও সময়োচিত পরিকল্পনায় বাংলাদেশের অর্থনীতি এক নতুন অধ্যায়ে পরিচালিত হয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা এম সাইফুর রহমান সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে এম নাসের রহমান বলেন তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে থেকেও শেকড়ের সাথে ছিলেন একেবারে নিবীড়ভাবে সংশ্লিষ্ট।
সাবেক ছাত্রনেতা দেলোয়ার হুসেন আহাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া স্মরণ সভায় এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক ওদুদ আলম,সাংগঠনিক সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী ও প্রচার সম্পাদক রিয়াদ আহাদের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক,ভয়েস ফর গেøাবাল বাংলাদেশিসের চেয়ারম্যান ডঃ হাসনাত এম হুসেন এমবিই, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সাবেক সভাপতি ডঃ ওয়ালি তছর উদ্দিন এমবিই,কমিউনিটি নেতা প্রফেসর শাহগীর বক্তত ফারুক,সাপ্তাহিক সুরমার সাবেক সম্পাদক নজরুল ইসলাম বাসন,লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্পাদক তাইসির মাহমুদ,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সিনিয়র সহ সভাপতি শরিফুজ্জামান চৌধুরী তপন,নুরুল ইসলাম শেলুন,আব্দুল মুয়িদ খান বাদশাহ,অন্যতম সদস্য শাইখুল ইসলাম শেকুলসহ অন্যান্যরা। এসময় বক্তারা সিলেটসহ বাংলাদেশের আর্ত সামাজিক উন্নয়নে এম সাইফুর রহমানের অবিস্মরনীয় ভ‚মিকার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। স্মরন সভায় উপস্থিত হয়ে মরহুম সাইফুর রহমানের নাতনী আমেরা রহমান আবেগঘন বক্তব্যে তাঁর দাদাকে জীবনের সবচেয়ে বড় প্রেরণা হিসেবে আখ্যায়িত করেন।
স্মরন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম,আমার দেশ অনলাইনের সম্পাদক ওলিউল্লাহ নোমান,বাংলাদেশ প্রেসক্লাব লন্ডনের সভাপতি শাকির হুসেইন,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট মেম্বার নসরুল্লাহ খান জুনেদ,বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব সিরাজুল হক, টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ,বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিষ্টার নজির আহমেদ,ব্যারিষ্টার লিটন আফিন্দী,ব্যারিষ্টার আলিমুল হক লিটন,ব্যারিষ্টার লিয়াকত আলী,এডভোকেট আবুল হাসনাত,জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপ এর কো-অর্ডিনেটর কামাল উদ্দিন,এটিএন বাংলা ইউকের কাউসারুল ইসলাম সুমন,যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস,সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী,সহ সভাপতি তৈমুস আলী,এম এ মুকিত,তাজুল ইসলাম,আবেদ রাজা,যুগ্ম সম্পাদক গুলজার আহমেদ,মিসবাহুজ্জামান সুহেল,সালেহ আহমেদ জিলান,সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন,নাসিম আহমেদ চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের সহ সভাপতি জামাল খালিক,মুজিবুর রহমান মুজিব,সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ,যুগ্ম সম্পাদক বকশী শামীম আহমেদ,রুহুল ইসলাম রুলু,কোষাধ্যক্ষ শফিকুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক রাজুল জামান,সহ কোষাধ্যক্ষ জাবেদ আলম,অন্যতম সদস্য হাবিবুর রহমান ময়না,সৈয়দ জমসেদ আলী,ফখরুল ইসলাম রিপন,সরোয়ার আহমেদ,তাজ উদ্দিন,আব্দুল মোহিত,আব্দুল মোহিত,আব্দুল কাদির প্রমুখ। উক্ত স্মরণ সভার প্রথমে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্যের প্রচার সম্পাদক রিয়াদ আহাদ নির্মিত মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র এবং শেষের দিকে ঢাকা থেকে নির্মাত আরো একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। সবশেষে মরহুম এম সাইফুর রহামানের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় লন্ডন ব্রিকলেন জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
https://www.facebook.com/beontelevision/videos/1302031811422000