বার্মিংহামে জাতীয় দিবস উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ফয়জুর রহমান চৌধুরী সভাপতি, কামাল আহমেদ সাধারণ সম্পাদক এবং ম আ কাদির কোষাধ্যক্ষ নির্বাচিত।

বাকা ডেস্ক, বার্মিংহামঃ বুধবার বাংলাদেশ জাতীয় দিবস উদযাপন পরিষদ, বার্মিংহাম-এর দ্বি-বার্ষিক সন্মেলন স্মলহিথ্স্থ এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়।
সভাপতি আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলুর সঞ্চালনায় এবং আব্দুর রশীদ ভূঁইয়ার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে ফয়জুর রহমান চৌধুরী এমবিই-কে সভাপতি, কামাল আহমেদকে সাধারণ সম্পাদক এবং ম আ কাদির-কে কোষাধ্যক্ষ করে নতুন কার্যকরী পর্ষদ ঘোষণা করা হয়।

সভাপতি
নব-নিযুক্ত সভাপতি ফয়জুর রহমান চৌধুরী এমবিই তাঁকে সভাপতি নির্বাচিত করায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
বিদায়ী সভাপতি আব্দুল কাদির আবুল তাঁর আবেগপ্রবণ বক্তব্যে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবুল প্রয়াত নেতৃবৃন্দ যাঁদের অক্লান্ত পরিশ্রম ও দক্ষ নেতৃত্বে জাতীয় দিবস উদযাপন পরিষদের এমন উন্নয়ন হয়েছে, তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি মরহুম তজাম্মেল টনি হক এমবিই, মরহুম আলহাজ্জ্ব নাসির আহমেদ, মরহুমা বদরুন্নেছা পাশা, মরহুম আফরোজ মিয়া, মরহুম মিসির আলী এবং মরহুম হাসিব উদ্দিন মতিন-এর নাম উল্লেখ করে বলেন, কমিউনিটি তাঁদের অবদানের জন্য ঋণী। আবুল তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সাধারণ সম্পাদক
নয়া পর্ষদের নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কামরুল হাছান চুনু এবং ডেপুটি কমিশনার হিসাবে মাফিজ খান।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক উন্নয়ন এবং কমিউনিটির সাথে আরো সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জাতীয় দিবসগুলো উদযাপনকে সফল ও সার্থক করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কোষাধ্যক্ষ
উল্লেখ্য যে, ২০০৩ সালে তৎকালীন বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার আশরাফ উদ্দীনের উদ্যোগে কমিউনিটির সকল সংগঠনকে একই প্লাটফরমে এনে দিবসগুলো উদযাপনের উদ্দেশে জাতীয় দিবস উদযাপন পরিষদ স্থাপিত হয়। বত্রিশটি সংগঠন নিয়ে গঠিত হওয়া এই বৃহৎ সংগঠন জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি ও ইতিহাস সুরক্ষায় এবং লালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে সচেতনমহল মনে করেন।