বক্তার লম্বা তালিকা ও কমিউনিটির সময় জ্ঞান নিয়ে হতাশা ঝাড়লেন ব্রিটেনের বাংলাদেশী হাইকমিশনার আবিদা ইসলাম !!!
জি এম রাসেল : বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের যে কোনো বিষয়ে সহযোগিতা করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকার প্রত্যয় আর অপার সম্ভাবনার বাংলাদেশে আরো বেশী বেশী বিনিয়োগের আহবান জানিয়ে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনার আবিদা ইসলাম বার্মিংহামে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। গত ২ নভেম্বর বার্মিংহামের গ্রেটবারের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন ইউকে বিসিসি আই এর মিডল্যান্ডস রিজিওন। বৃটেনে বাংলাদেশী বিভিন্ন সভা সেমিনার নির্ধারিত সময়ের চাইতে বিলম্বে শুরু হওয়া এবং বক্তার লম্বা তালিকার বিষয় উল্লেখ করে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন এতে বিদেশী অতিথি এবং তরুন প্রজন্ম বিরক্তবোধ করে।

সংগঠনের বিপুল সংখ্যাক সদস্য ও কমিউনিটির নানা শীর্ষজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউকে বিসিসি আই মিডল্যান্ডস রিজিওনের সভাপতি ঈমাম উদ্দিন আর সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক মুহিম তানজিম। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ইউকে বিসিসি আই এর কেন্দ্রীয় সভাপতি ডঃ এম জি মৌলা মিয়া এমবিই। এসময় তিনি বৃটিশ বাংলাদেশী নতুন প্রজন্মকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করার উপড় গুরুত্বারোপ করেন। মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউকে বিসিসি আই এর ফাইনেন্স ডাইরেক্টর ডঃ জশ আহমেদ,মিডল্যান্ডস রিজিওনের ভাইস প্রেসিডেন্ট জমিরুল ইসলাম সিরাজ,বাংলা কাগজের ফাইনেন্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল,বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আলহাজ্ব মাফিজ খান,আব্দুল লতিফ জেপি,বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান দোভাষী রঞ্জু মিয়া,ব্যরিষ্টার শাম উদ্দিন,যুমনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সম্পাদক জয়নাল ইসলাম,কলামিষ্ট ও লেখক নাসির উদ্দিন হেলাল প্রমূখ।


এছাড়া অন্যান্যদের মধ্যে বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনার আলীমুজ্জামান,প্রথম সচিব (ভিসা ও পাসপোর্ট) নাজমুস সাকিব ও হামিদা খাতুন,বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,এস কে এন চার্টার একাউন্টেন্টের প্রধান সেলিম উদ্দিন জেপি,বিশিষ্ট ব্যবসাীয় কাজী আলাউদ্দিন,বাদশা বানকুয়েটিং হলের দুই পরিচালক সেলিম আহমেদ ও শফিক আলী,আই অন টিভি ইউকের প্রতিনিধি লোকমান হোসেন কাজী,নৌকা বাইস সিআইসির পরিচালক জহুর উদ্দিন একলিম,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সম্পাদক আওলাদ হোসেন,এডভোকেট নজরুল ইসলাম,কমিউনিটি এক্টিভিষ্ট আব্দুল গফুর ছাড়াও লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/reel/823616910512272

