দেশরক্ষা ও জাতীয় স্বার্থে সবাইকে একতাবদ্ধ হতে হবে। ___ ড. আহমেদ আব্দুল কাদির

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫ | আপডেট: ১:২০:পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

মোহাম্মদ মুফিদুল গনি মাহতাব , বাংলা কাগজ ডেস্ক:
গতকাল মঙ্গলবার খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের উদ্যোগে মুহতারাম মহাসচিব- ড. আহমেদ আব্দুল কাদের’র যুক্তরাজ্যে আগমন উপলক্ষে বার্মিংহাম, কভেন্ট্রি রোডস্থ বিয়া লাউঞ্জে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মুফতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবিরের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল এই গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব বলেন, আমরা চাই একটি কল্যাণকর ও বিভেদহীন রাষ্ট্র কাঠামো গঠন করতে।
পৃথিবীর কোথাও এতো বৈপরীত্য ও বিভাজন নেই। যার ফলে আমরা কাঙ্খিত লক্ষ থেকে যোজনা যোজন দূরে। কিন্তু ইত্তেফাক মা’আল ইখতিলাফ হলেও দেশের জন্য জরুরী।

আমরা একতাবদ্ধ হয়ে জনগণকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে, জনগণের দীর্ঘ আকাঙ্খা ইসলামি দল গুলো কেন এক হয়ে আসে না। আমরা সেই মহা সুযোগের দ্বারে পৌছেছি। এক হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে তাদের আকাঙ্খা বাস্তবায়ন করতো তাদেরকে সেই সুযোগ দিতে চাই যে ইসলামি দল গুলোর জন্য আপনারা কাজ করুন।

স্বাধীনতার ৫৪ বছরে ও জাতি সঠিক নেতৃত্ব পায় নি। শাসকদের শোষণ ও দলীয়করণে দেশ বরাবরই ধ্বংসের কিনারে পৌছেছে। এখন আমাদের সামনে সেই সুযোগ দেশকে ভালবেসে মসলকি মতপার্থক্যকে একপাশে রেখে একতাবদ্ধ হয়ে কাজ করা। ইসলামের মৌলিক প্রশ্নে আমরা এক ও অভিন্ন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর- অধ্যাপক আব্দুল কাদির সালেহ। তিনি মহাসচিব প্রসঙ্গে বলেন- খেলাফত মজলিসের নেতৃত্ব শুরু থেকেই দেশের জন্য এক হয়ে কাজ করতে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়ে আসছে। মুহতারাম মহাসচিবের দীর্ঘদিন হায়াত কামনা করে বলেন- আল্লাহ পাক ইসলামি অঙ্গণে তার দীর্ঘ ত্যাগ ও খেদমতকে কবুল করুন এবং আমাদের মাঝে দীর্ঘজীবী করুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা এখলাছুর রাহমান , খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ক্বারী আব্দুল মুকিত আজাদ , মুসলিম সোসাইটি মিডল‍্যান্ডস সভাপতি মাওলানা এ টি এম মুকাররাম হাসান , ইউরোপ জোনের সদস্য মাওলানা শাহ মিজানুল হক।

যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি মাওলানা আব্দুল আউয়াল , আলহাজ্ব আব্দুল মালিক পারভেজ, আলহাজ্ব এনামুর রহমান , কবি মুফিদুল গনি মাহতাব , মাওলানা আব্দুল মতিন , আলহাজ্ব আব্দুল গনি আলহাজ্ব খছরু খান , যুক্তরাজ্য নর্থের সহ সধারণ সম্পাদক ও বার্মিংহাম সভাপতি মাওলানা আ ফ ম শুয়াইব , যুক্তরাজ্য সাউথের সহ সাধারণ সম্পাদক হাফেজ মুশতাক্ব আহমেদ।
বার্মিংহামের সহসভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, হাফেজ মাওলানা শাহেদ আহমেদ, হাফেজ আনোয়ারুল হক যুক্তরাজ্য নর্থের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হাবিবুর রহমান , লাফবরা সভাপতি মাওলানা হাফেজ বজলুর রহমান , যুক্তরাজ্য নর্থের সাহিত্য সম্পাদক মাওলানা সাইফ রাহমান, বার্মিংহাম শাখা সেক্রেটারি- হাফিজ আহমেদ হুসাইন, মাওলানা আব্দুল ওয়াদুদ , ব্রিস্টল শাখা সভাপতি আজিজুর রহমান , ওয়ালসাল শাখা সেক্রেটারি হাফেজ খুবাইব আহমেদ শাকির।

বার্মিংহামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুশ শাকুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে বএছাড়া ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নর্থের সহ সভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি সৈয়দ কবির আহমদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আল ইসলাম, মসজিদে উসমানের ‍চ‍েয়ারম‍্যনা হাজী নুর মিয়া, বার্মিংহাম সহ সভাপতি সৈয়দ মইনুদ্দিন ইকবাল, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইউসুফ বিন আকিল, জমিয়তে উলামা বার্মিংহামে নেতা মাওলানা সৈয়দ ইকবাল হুসাইন, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাফিউল ইসলাম। প্রমুখ।