সুনামগঞ্জে ব্যবসা,বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভা ‎

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ | আপডেট: ১:৩১:পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

সুনামগঞ্জ ব্যুরো প্রধান:

‎সুনামগঞ্জে ব্যবসা,বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।
‎ সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সুনামগঞ্জ ভোক্তা অধিকারের সহকারি পরিচালক অমিরুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার( এনডিসি) মো. ফজলুল করিম টিপু।

‎অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী খুশনুর, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা কমিটির সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাট্রির সহায়ক কমিটির সদস্য সাইফুল্লাহ হাসান জুনেদ, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান, ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী সামিতির সাধারণ সম্পাদক এবিএম জাকির, ব্যবসায়ী মখলিছুর রহমান (মোল্লা ভাই), মৎস্য ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলফু মিয়া প্রমুখ।

‎এছাড়াও সুনামগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীগণ সভায় উপস্থিত ছিলেন।

‎সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সামনে জাতীয় নির্বাচন। এরপর পরই রমজান আসছে। রমজানকে সামনে রেখে কোন ধরনের সিন্ডিকেট তৈরী করে পন্যের দাম বাড়ানো যাবেন। কোন সিন্ডিকেট তৈরী করে পণ্যের দাম বৃদ্ধি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।