সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী পালিত ‎

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ | আপডেট: ১:২৫:পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
‎সুনামগঞ্জে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বিপ্লবী সাংবাদিক ও রাজনীতিবিদ ফজলুল হক সেলবর্ষীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৮ নভেম্ভর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সংগঠনটি মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের সভাপতি শামস শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লেখক গবেষক ইকবাল কাগজী।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বর্তমান কমিটির সহসভাপতি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহসভাপতি শাহজাহান চৌধুরী, উন্নয়নকর্মী সালেহীন চৌধুরী শুভ, প্রভাষক দুলাল মিয়া, শিক্ষক সাজাউল হক, সাংবাদিক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী,প্রভাষক উসমান গণি, সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ।

‎বক্তারা বলেন, ফজলুল হক সেলবর্ষী ছিলেন, একজন বিপ্লবী সাংবাদিক ও বৃটিশবিরোধী আন্দোলনের অগ্র সৈনিক। তাঁর লেখনির মাধ্যমে জাতিকে উদ্বুদ্ধ করেছেন।

‎বক্তারা আরও বলেন, সেলবর্ষী শুধু একটি নাম নয়, একটি চেতনার নাম। একটি আদর্শের নাম।

ফজলুল হক সেলবর্ষীকে বৃটিশ সরকার একাধিকবার জেলে নিয়ে নির্যাতন করেছিল। তার রক্তে ছিল দেশপ্রেম ও দ্রোহ। তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোস করেননি। ক্ষুরধার লেখনির মাধ্যমে তিনি জাতিকে পথ দেখিয়েছেন।

বক্তারা বলেন, মহান এই বিপ্লবী সাংবাদিক তার নিজ জেলায় অনেকটা বিষ্মৃত। নতুন প্রজন্ম তাকে চিনেনা। অথচ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কাজী মোতাহের হোসেনসহ অগ্নিযুগের লেখক ও রাজনীতিবিদরা তাকে নিয়ে লিখেছেন। নজরুল তাঁর ধুমকেতু পত্রিকায় বিপ্লবী লেখা ছাপিয়েছেন। আনন্দবাজার পত্রিকা, সংবাদ পত্রিকাসহ নানা পত্রিকায় কাজ করেছেন সুনামের সাথে। সম্পাদনা করেছেন আলোচিত একাধিক পত্রিকা। এই সুযোগ্য সাংবাদিক ও রাজনীতিকের জীবন ও কর্ম নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে শিকড়ের সঙ্গে আমাদের সেতুবন্ধন গড়ে ওঠবে।