বাঙালিয়ান স্বাদের আধুনিক রূপে যাত্রা শুরু: ইতালি রোমের মীরতিতে Dawat Restaurant-এর শুভ উদ্বোধন
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বাঙ্গালিয়ান আধুনিকতার ছোঁয়ায় সজ্জিত হয়ে রোমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো Dawat Restaurant ইতালির রাজধানীর Piazza Dei Mirti 19, Roma-তে অবস্থিত রেস্টুরেন্টটি ২২ ডিসেম্বরে ২০২৫ সোমবার বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধনের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান প্রতিষ্ঠানের সত্যোধিকারী মোহাম্মদ সাইফুর রহমান ফরহাদ ও শেখ শাহরিয়ার পারভেজ তারেক।
উদ্বোধনী অনুষ্ঠানে Dawat Mirti রেস্টুরেন্টটি নানা রঙের সাজসজ্জা, আধুনিক নকশা ও ঐতিহ্যবাহী বাঙালি আবহে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, দাওয়াতের মেন্যুতে বাঙালি ও উপমহাদেশীয় স্বাদের সঙ্গে আধুনিক পরিবেশনার সমন্বয় থাকবে, যা রোমে বসবাসকারী প্রবাসী ও স্থানীয় খাবারপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা এনে দেবে।
স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে রেস্টুরেন্টটির সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বাংলা কমিউনিটি বিশিষ্ট ব্যক্তি নুরে আলম সিদ্দিকী বাচ্চু ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন পরে দোয়া মোনাজাতের মাধ্যমে রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়|
আমন্ত্রিত অতিথিদের প্রত্যাশা, ‘দাওয়াতে মীরতি’ রোমের খাদ্যসংস্কৃতিতে একটি নতুন ও মানসম্মত সংযোজন হিসেবে পরিচিতি লাভ করবে।

