ইতালিস্থ নির্বাচিত বরিশাল জেলা সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
ইতালি রোমে বসবাসরত বরিশাল জেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত ইতালিস্থ নির্বাচিত বরিশাল জেলা সমিতির আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে।
সভায় সমিতির সভাপতি মেহেদী হাসান সোহেলের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক জামাল সরদার এর পরিচালনাই আলোচনায় সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করা, প্রবাসে বসবাসরত বরিশালবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহজাহান তালুকদার, ১ নং সদস্য আল আমিন ভুইযয়া, উপদেষ্টা ফিরোজ খান, ইমাম হাসান লিখন, শামীম খান, হাবিবুর রহমান বাদল, হাদিউজ্জান হিমু, মনিরুজামান নিপু, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালি সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ তাজুল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলাম বাবু, এছাড়াও বরিশাল জেলা সমিতি ইতালির সিনিয়ার সহ সভাপতি সোহেল খান, সহ সভাপতি বায়জীত আলম, আজম মৃধা, আসাদুজ্জামান জাবের, মনিরুজ্জামান মিয়া, সুশান্ত সরকার, রাশেদ কাজী, মিরাজ মোল্লা, মতিন খলিফা, ফজলুল হক মুন্সি, আবু সাইদ, জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক মিজান সরদার, ফয়সাল খান, শাহীন খান, শাহাদাত, সাংগঠনিক সম্পাদক জায়েদুল ইসলাম সজল, সহ সাংগঠনিক সম্পাদক মিজান শরীফ, দপ্তর সম্পাদক সুমন সরদার, সহ দপ্তর সম্পাদক আরাফাত বেপারি, প্রচার সম্পাদক মাইন উদ্দিন আকন, মহিলা বিষয়ক সম্পাদক ফরজানা মিলি, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা পলি আকতার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা হ্যাপি আক্তার, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা রোমা দাস, সদস্য মামুন বেপারী, প্যারিস মিয়া সহ রোমের অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বরিশাল জেলার প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবাসে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সামাজিক দায়বদ্ধতা পালনের পাশাপাশি দেশের উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। বিশেষ করে প্রবাসী নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিঘ্রই শীতকালীন আনন্দ ভ্রমণের পরিকল্পনা স্বরূপ আলোচনা হয়।

