জগন্নাথপুরে দুই মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষন সম্পন্ন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২ | আপডেট: ৭:৫৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২

জগন্নাথপুর প্রতিনিধি::

কেটনোলজিক এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুবাল ইয়ং পিপস অব বাংলাদেশ ( টেকাব-২য় পর্য়ায়) শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই মাসব্যাপি ভ্রাম্যমান কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ আজ শনিবার সম্পন্ন হয়েছে।

জগন্নাথপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার দেবের পরিচালনায় সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শাহ নূর আলম. উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু

 

উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য দেন ফাহমিদা ফেরদৌসী, সাইফুর রহমান সোহাগ॥ পরে ২০ জন নারী ও ২০ জন পুরুষ প্রশিক্ষনার্থীদের মধ্যে অতিথিরা সনদ বিতরণ করেন।