প্রবাসীদের উপস্থিতিতে রেকর্ড / বার্মিংহামে অনুষ্ঠিত হলো বাঙালীর প্রাণের উৎসব বাংলা মেলা

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩ | আপডেট: ১২:৫৯:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

আহমেদ সুহেল : রেকর্ড সৃষ্টি করলো যুক্তরাজ্যের বার্মিংহামের বাংলা গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রæপ। গত ৩ সেপ্টেম্বর রোববার বার্মিংহামের আষ্টন পার্কে একটু অন্যরকম গ্রæপের উদ্যোগে অনুষ্ঠিত বার্মিংহাম বাংলা মেলায় প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি রেকর্ড ভঙ্গ করলো অন্যান্য সময়ে বার্মিংহামে অনুষ্টিত হওয়া বাঙালীদের যে কোনো অনুষ্টানকে। অবশ্য ২০১৬ সালে বার্মিংহামের স্মলহীথ পার্কে একটু অন্যরকম গ্রæপের উদ্যোগেই অনুষ্ঠিত বাংলা মেলাই ছিলো প্রবাসীদের সর্ব্বোচ্চ উপিস্থতির রেকর্ড। আকর্ষনীয় র‌্যালি,শিশু কিশোরদের জন্য নানা রাইড,লাইভ রেসলিং,অসংখ্যা ষ্টলে বাংলাদেশী খাবার-পন্য এবং খোলা মঞ্চে যুক্তরাজ্যসহ ইউরোপের স্বনামধন্য নানা শিল্পি বিশেষ করে বাংলা মেলার মুল আকর্ষণ বাংলাদেশ থেকে আসা কন্ঠশিল্পি তশিবা,অভিনেতা কাট্টুশ আলী এবং শারমিন দিপুর সাংস্কৃতিক পরিবেশনাসহ বাংলা মেলায় নানা ভিন্নতা থাকায় বিভিন্ন বয়সী প্রবাসী বাঙালীদের উচ্ছ¡াস উৎফুল্ল আর প্রাণের আনন্দে হৈ হুল্লোর আর উপচে পড়া ভীড়ে সকাল থেকেই আষ্টন পার্ক হয়ে উঠে একখন্ড বাংলাদেশই। পরিবার পরিজন বন্ধু-বান্ধবদের নিয়ে বার্মিংহাম ছাড়াও লন্ডন,ম্যানচেষ্টার,লুটন,শেফিল্ড,লেষ্টার,কভেন্ট্রি,নর্থহাম্পটনসহ পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে আসা হাজার হাজার প্রবাসী বাঙালীদের উপস্থিতিতে দুপুরের পর পরই পুরো মেলা স্থল হয়ে হয়ে উঠে কানায় কানায় পরিপুর্ণ। রং বেরং এর বাংলাদেশী নানা বাহারী পোষাকে বিভিন্ন বয়সী প্রবাসীদের অংশগ্রহনে বাংলাদেশী রিক্্রা,বেবি ট্রেক্্ির,ঢেঁকি-লাঙ্গল,ছাতা-বাংলাদেশী পতাকা আর দেশীয় ইতিহাস ঐতিহ্যের নানা ফেষ্টুন নিয়ে আকর্ষনীয় র‌্যালি শেষে খোলা মঞ্চে শুরু হয় মুল অনুষ্টান। প্রথম পর্বে বাংলা মেলার চেয়ারম্যান এনাম চৌধুরীর সঞ্চালনায় সাধারণ সম্পাদক জয়নাল ইসলামের স্বাগত বক্তব্যের পর বেলুন উড়িয়ে আনুষ্টানিকভাবে মেলার উদ্বোধন করেন বার্মিংহামের লর্ড মেয়র কাউন্সিলর চমন লাল। উদ্বোধনী অনুষ্টানে যোগ দেন ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের ক্রাইম কমিশনার সাইমন ফষ্টার,বৃটিশ এমপি খালেদ মাহমুদ,কারলাইয়ের মেয়র কাউন্সিলর আব্দুল হারিদ,বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাইকমিশনের কাউন্সিলর স্বর্ণালী চন্দ,বর্মিংহামের বাঙালী কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই,কাউন্সিলর সাদেক মিয়া শামসু,কাউন্সিলর মমতাজ হোসেন,সান্ডওয়েলের কাউন্সিলর সাইয়েদা আমিনা খাতুন এমবিই,কাউন্সিলর জালাল উদ্দিন,কভেন্ট্রির কাউন্সিলর মায়া আলী,কাউন্সিলর আব্দুল জব্বারসহ কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রবাসী মুক্তিযোদ্ধা হিসেবে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার এম এ খালিককে সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়। বাংলা মেলার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন,রাইজিং ষ্টার ফুটবল একাডেমির অন্যতম পরিচালক জমির উদ্দিন,এবারের বাংলা মেলার প্রধান স্পন্সর চিকারসের ফাউন্ডার সাজাদ মিয়া। একটু অন্যরকম গ্রæপের রিয়াদ আহাদ ও শামিমা মিতার যৌথ সঞ্চালনায় বার্মিংহামের রিদম আর্টসের শিশু কিশোরদের করা ভিন্নধর্মী ফ্যাশন শোর মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক পর্বে স্পেনের জিনাত শফিক ও মোহনা,লন্ডনের প্রীতম ও কাইজ,শেফিল্ডের সাফা,ওয়ালসলের আবুল কালাম কয়েছ,ওল্ডহামের রাহেল,কভেন্ট্রির শামসুল,লেষ্টারের ওয়াহিদ,বার্মিংহামের রোজি সরকার,ওসমান রাকীব,শেবুল ও শিশু শিল্পি কারিমা ছাড়াও বাংলা মেলার মুল আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে এসে যোগ দেন কন্ঠশিল্পি তশিবা,শারমীন দিপু ও অভিনেতা কাট্টুশ আলী। এছাড়া নৃত্য পরিবেশন করে লন্ডনে তাল তরঙ্গ। তাদের সকলের ভিন্নধর্মী মনোমুগ্ধকর পরিবেশনায় আগত প্রবাসীরা নেচে গেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠে। বাড়তি আকর্ষন হিসেবে লাইভ রেসলিং সরাসরি অবেলাকন করেন হাজারো প্রবাসীরা। বাংলা মেলা চলে দুপুর ১২ থেকে বিকাল ৮ টা পর্যন্ত। উল্লেখ্য এবারের বাংলা মেলার নাম ছিলো বিঅন টিভি ইউকে প্রেজেন্ট চিকারস বার্মিংহাম বাংলা মেলা ; যার সার্বিক সহযোগিতায় ছিলো রাইজিং ষ্টার ফুটবল একাডেমি। আর প্রধান মিডিয়া পার্টনার ছিলো বাংলা কাগজ। বাংলা কাগজের পক্ষ থেকে বাংলা মেলায় প্রতিনিধিত্ব করেন সেক্রেটারী খসরু খান ও ফাইনেন্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল।