লন্ডনে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের বাৎসরিক এ্যাওয়ার্ড

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩ | আপডেট: ৮:১২:অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

আমিনুল হক ওয়েছ : যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহার পাড়া প্রবাসী বাঙালীদের সংগঠন গ্রেটার শাহার পাড়া যুব সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক এ্যাওয়ার্ড প্রদান ও সুধী সমাবেশ। লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে থাকা জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শাহার পাড়ার বাসিন্দাসহ কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২২ অক্টোবর পূর্ব লন্ডনের একটি হলে এই বাৎসরিক এ্যাওয়ার্ড প্রদান অনুষ্টান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রেটার শাহার পাড়া যুব সংঘের সভাপতি আখতার কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল কামালীর পরিচালনায় শেখ এম এ খালিকের শুভেচ্ছা বক্তব্যের রাখেন বক্তব্য অনুষ্ঠিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লন্ডন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডিপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার,স্কটল্যান্ডের বাঙালী বংশোদ্ভুত কাউন্সিলর নুরুল হক আলী,শিক্ষাবিদ ডক্টর রোয়াব উদ্দিন,কাউন্সিলর ইকবাল হোসেইন,সাবেক স্পিকার আহবাব হোসেইন,কাউন্সিলর ওয়াহিদ আহমদ,ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সম্পাদক ও জগন্নাথপুর টাইমস ডট কো ডট ইউকের ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান,এটি এন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চোধুরী,কাউন্সিলর ফয়জুর রহমান,ইঞ্জিনিয়ার ছদরুল হোসেন। বক্তব্য রাখেন শেখ ফারুক আহমদ,সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী,আঙ্গুর আলী,আবু বকর খান,কালাম আজাদ,অধ্যাপক জয়নাল আবেদীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মারুফ কামালী। শিক্ষা উন্নয়ন ও মানব কল্যাণ মুলক নানা কার্যক্রম পরিচালনার প্রত্যয়ে ১৯৮৭ সালে লন্ডনে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন গ্রেটার শাহার পাড়া যুব সংঘের ৩৬ বছর পূর্ণ উপলক্ষ্যে উপলক্ষ্যে অনুষ্ঠিত এবারের বার্ষিক বাৎসরিক এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কমিউনিটিতে অসমান্য অবদান রাখায় যুক্তরাজ্যের জগন্নাথপুর উপজেলার শাহার পাড়ার দুজন প্রবীণ ব্যক্তিত্ব আব্দুর রহিম কামালী ও মুহম্মদ মুহিবুল ইসলামকে দ্যা ইউকে জিএসপিজেএস সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের বিভিন্ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় দ্যা ইউকে জিএসপিজেএস কমিউনিটি গোল্ডেন অ্যাওয়ার্ড ও দ্যা ইউকে জিএসপিজেএস কমিউনিটি সিলভার অ্যাওয়ার্ড ২০২৩ ইং প্রদান করা হয় যথাক্রমে সান্ডার ল্যান্ডের কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান,ফেরদৌস কামালী,আখতার মিয়া কামালী,নাসির উদ্দিন কামালী,মোহাম্মদ মিজানুর রহমান কামালী,আব্দুল আওয়াল কামালী,সাহেদ মিয়া কামালী,সিতু মিয়া কামালী ও মোহাম্মদ সিদ্দিক কামালীকে। অনুষ্ঠানের শুরুতে গ্রেটার শাহার পাড়া যুব সংঘের অ্যানুয়াল নিউজ ব্যুলেটিন ২০২৩ ইং এর মোড়ক উম্মোচন করা হয়।