লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩ | আপডেট: ৯:৪৬:অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
সুমন আহমেদ বিজয়ঃ
লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“পুলিশ জনতা ঐক্য করি,
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ০৪ নভেম্বর রোজ শনিবার লাখাই থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে লাখাই থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাখাই থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে ও লাখাই থানার ওসি তদন্ত চম্পক দামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুনু মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ২নং মোড়াকরি ইউপির চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, ৪নং বামৈ ইউপির চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, ৬নং বুল্লা ইউপির চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতিন মাষ্টার, নুরুজ্জামান মোল্লা, মাসুকুর রহমান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মান্না,লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
প্রধান অতিথি হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বলেন কমিউনিটি পুলিশিং কমিটির নের্তৃবৃন্দের আন্তরিকতা ও সহযোগিতা থাকলে লাখাই উপজেলায় দাঙ্গা মাদক ইভটিজিং সহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে পুলিশের কার্যক্রম আরও বেগবান করা সম্ভব হবে।