সিলেটে নৌকার মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩ | আপডেট: ৮:০৮:অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

সিলেট প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

সিলেট বিভাগে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন তারা সকলেই নিজ নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন। সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরীকে বিশ^নাথ ও ওসমানীনগরে সংবর্ধিত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় ওসমানীনগরে এবং সন্ধ্যায় বিশ^াথে থাকে সংসবর্ধনা দেওয়া হয়।

 

বিভাগের ১৯ আসনের মধ্যে সিলেট জেলায় রয়েছে ৬টি সংসদীয় আসন। এরমধ্যে দুইটি আসনের প্রার্থী বদল হয়েছে। সিলেট-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট-২ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে। যদিও এই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন বর্তমান সংসদ সদস্য গণফোরাম নেতা মোকাব্বির খান।

 

সিলেট-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সিলেট-৪ আসনে আবারও মনোনয়ন পেয়েছেন কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সিলেট-৫ আসনে বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বয়সের কারণে এবার মনোনয়ন ফরম সংগ্রহ না করায় এই আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। আর সিলেট-৬ আসনে সাবেক এবার মনোনয়ন পেয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

 

এছাড়া সিলেটের মৌলভীবাজার-১ আসনে শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আবদুস শহীদ দলীয় মনোনয়ন পেয়েছেন।

 

হবিগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনে আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী মনোনয়ন পেয়েছেন।

 

সুনামগঞ্জ-১ আসনে অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে ড. মুহাম্মদ সাদিক এবং সুনামগঞ্জ-৫ আসনে বতর্মান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক দলীয় মনোনয়ন পেয়েছেন।