জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪ | আপডেট: ১:১৭:পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৪

জগন্নাথপুর প্রতিনিধি, ঐতিহাসিক ৭ ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বীর

মুক্তিযোদ্ধা আব্দুল হক ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , ,উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ।

পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।