লাখাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪ | আপডেট: ১০:১৪:অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৪
সুমন আহমেদ বিজয়:
লাখাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আব্দুল মোতালেব, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার জান্নাতুল নাহার, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাষ্টার, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন ও লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ ওয়াহেদ ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।