দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মধ্যজয়পাশা জামে মসজিদ শাখার সমাপনী ও দু’আ মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪ | আপডেট: ১০:৫২:অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মধ্য জয়পাশা জামে মসজিদ শাখার সমাপনী ও দু’আ মাহফিল
৯ এপ্রিল ২৯ শে রামাদ্বান রোজ মঙ্গলবার বাদ জোহর সম্পন্ন হয়েছে।
দারুল কিরাত মধ্যজয়পাশা জামে মসজিদ শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও শাখার সম্মানিত কারী মাওঃ সিকন্দর আলীর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী
আলহাজ্ব ফারুক বখশ, মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুল আজিজ নিয়াজী, দারুল কিরাত পরিচালনা কমিটির সভাপতি মুহিবুর রহমান ময়ুব। অতিথি হিসেবে বক্তব্য কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, আনজুমানে আল ইসলাহ নেতা মোঃ শিপলু বখশ, আনজুমানে আল ইসলাহ সৌদী রিয়াদ শাখার সাধারণ সম্পাদক- ড. আহমেদ আল জুমান, সেচ্ছাসেবক লীগ কুলাউড়া উপজেলার সাধারণ সম্পাদক- এহসান আহমেদ টিপু, শাখার প্রধানক্বারী মাওঃ মুফতি হাবিবুর রহমান হাসানী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ বখশ, আজিজুর রহমান রোকন, মাওঃ সাইফুল্লাহ আলাল,মাওঃ আব্দুল মুকিত চৌধুরী,কারী আব্দুল্লাহ আল মাজিদ চৌধুরী, কারী জাবেদ হাসান বখশ সনি, শামসুল হক শিবলু, কারীয়া খাদিজা মেহজাবিন, কারীয়া নিশাত তাবাসসুম দোহা, মাসুদুর রশিদ বখশ,মছন মিয়া, আফজল মিয়া, ছালাই মিয়া, আমিনুল ইসলাম সহ অনেকেই। উক্ত অনুষ্ঠানে জয়পাশার কৃতি সন্তান ফ্রান্স প্রবাসি মোঃ ইসলাম উদ্দিন লিটনের সৌজন্যে জামাতে সুরা থেকে খামিছ ছাত্র ছাত্রী ও মহিলা ছাদিছ জামাতের ছাত্রী সহ অত্র শাখার প্রায় তিন শতের ও অধিক ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার ও সম্মানিত কারী ছাহেবদেরকে সম্মাননা স্নারক তুলে দেয়া হয়। পরিশেষে দেশও প্রবাস থেকে সহযোগিতাকারী সকলের জন্য দু’আ কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।