কুলাউড়ায় পানিতে ডুবে দুই শিশুর অকাল মৃত্যু

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪ | আপডেট: ৪:১০:অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪

 

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দেওগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ওই গ্রামের আত্তর মিয়ার মেয়ে নাবিলা (৭) ও একই গ্রামের মুরাদ মিয়ার মেয়ে তাসলিমা (৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কিবরিয়া হোসেন।
তিনি বলেন, শুক্রবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করছিলো নাবিলা ও তাসলিমা। একপর্যায়ে বাড়ির পাশের রাজারদীঘির পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে সন্ধ্যার দিকে তাদেরকে খোঁজাখুঁজির একপর্যায়ে দীঘি থেকে নাবিলা ও তাসলিমার মরদেহ উদ্ধার করা হয়।