জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামি এনামুল হক এনামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বুধবার সন্ধ্যায় তাকে কেশবপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সে জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (পশ্চিমপাড়া) এলাকার আব্দুস সালামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরফীন বলেন, তার বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ থানায় ডাকাতির মামলার রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।