
সুনামগঞ্জ ব্যুরো প্রধান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে সুনামগঞ্জ শহরের লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা সাবেক হুইপ প্রয়াত ফাজলুল হক আছপিয়ার পুত্র ব্যারিস্টার মোহামম্মদ আবিদুল হক(আবিদ)।
শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় শহরের কাজির পয়েন্ট থেকে ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণ শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে পথ সভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন, ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক(আবিদ)। এসময় সুনামগঞ্জ জজ কোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর(পিপি) ও বিএনপি নেতা অ্যাবভোকেট আনিসুজ্জামান শামীম, বিএনপি নেতা মাকসুদুল হক জোহা, অ্যাডভোকেট জালাল উদ্দিন আসপিয়া, যুবদল নেতা তৌহিদ আহমেদ চৌধুরীসহ বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় ব্যারিস্টার আবিদুল হক বলেন, আমি বিএনপির আদর্শের রাজনীতি করি। তিনি বলেন বিএনপি জনগণের দল। এ দলে চাদাবাজ ও দুর্নীতিবাজদের কোন স্থান নেই। বিএনপি জনগণের অধিকারের কথা বলে। ব্যারিস্টার আবিদদুল আরও বলেন, আমার বাবা ফজলুল হক আছপিয়া আমৃত্যু বিএনপির রাজনীতি করে গেছেন। আমি আমার বাবার সেই গর্বিত সন্তান হিসেবে সুনামগঞ্জবাসীর সেবা করে যাব। ইনশাল্লাহ।